ঝকমক চকমক, চারিদিকে আলোর ফোয়ারা ঢাকা
এত শিক্ষা তবুও, কেন মনুষ্যত্বে মেলে না পাখা।
কেন তবুও এখনো কান্না, নারীর কন্ঠে আর্তনাদ,
বুভুক্ষু শিশু এখনো, পায়না প্রকৃত শিক্ষার স্বাদ,
নামের অংকে অনেক শিক্ষিত সভ্য হলাম কই,
এত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় তবকি নকল হইচই
আদব আজ উচ্ছন্ন গেছে, এত জ্ঞান আরোহন তবু
পৃথিবী কেন আজ অশান্ত, এত শিক্ষা সমাজ তবু?
বাহ্যিক আড়ম্বরে পৃথিবী কাঁপছে, মনুষ্যত্বে ফাঁকা
প্রকৃত শিক্ষায উচ্ছন্ন গেছে,তাইতো পথ আজ বাঁকা,
এত শিক্ষা তবুও, কেন বল, প্রশান্তি আসে না মনে-
প্রকৃত সুর বাজে না আজ মম হৃদয় সন্ধিক্ষণে-!
নকল আর কৃত্রিমতায়, ভোরে চলেছে আজ বিশ্ব,
এত শিক্ষা তবুও তাইতো, প্রশান্তিতে মোরা নিঃস্ব,
যতদিন না শুদ্ধ পরশ, না শিক্ষায় জ্বলিবে আলো
কি করে হবে পরিশুদ্ধ পৃথিবী? সুন্দরতম ভালো।