হে মন তুমি কাকে খুঁজ? কোন সে পারাবারে
তুমি তোমাকে চেয়ে দেখো একটিবার দ্ধারে।
বৃথা কেন খুঁজে মরো, শুধু কোন আকাশ পানে
প্রভূ তো বসা আছেন দেখো তোমারি মাঝখানে।
মানুষ রূপ ধরিয়া তুমি, সৃষ্টি সৃজনতাই--!
মন তুমি শান্ত হও, দেখো তোমার বাগিচায়
কোথায় ছুটে চলা তুমি, বৃথা কোন পথে,
মনের দুয়ার খুলে, রাখ হৃদয় প্রভুর মোহাব্বতে।
অভ্রান্ত পথে ছুটে ছুটে, না পাবেনা কিনারা কুল
মন তুমি কোথায় ছোট? আগে ভাঈ মনের ভুল।
তুমি তোমাতেই যদি, মনকে খুঁজে পাও--!
এর চাইতে মন "বলো"! তুমি কি আর চাও!!