চন্দ্র সূর্য নীল আকাশে -খোশবু ভাসে ওই বাতাসে
আসিছেন যে দয়ার-ই নবী,
পুষ্প কমল সাগর জলে-সৃষ্টি যাহা ওই পাতালে
যেন দেখবে এবার তাহারি ছবি।
জপে ওই নাম অদ্যবধি -বৃক্ষলতা সাগর নদী
তামাম সৃষ্টি তার প্রেমেই সবই
স্বয়ং আল্লাহ প্রেমে ফানা -দরুদ পড়ে ষোল আনা
নাইরে ফাঁকি মোহাম্মদের প্রেমেতে।
ভুবনে যা মাখলুকাত প্রেমের খেলা দিন আর রাতে
পড়েন দরুদ ফেরেশতা তে,,,,,,,,,
আশিক হয় হয় রে দিওয়ানা !!!
তাই মোহাম্মদের নামটি ধরো- তাকে সেবা-যত্ন কর
তবেই পাইবা আল্লাহর ঠিকানা,
বেলায়েতে এলেন আলী -মারেফাতের ফুলের কলি
এ ভেদ জেনে তাকে বাসরে ভালো।
ঐ রহমত পেলে তুমি -দেখবে তোমার হৃদয় ভূমি
সেখান থেকে না ওরে ঐ আলো-।