হে তুমি নজরুল, বাজিয়েছ বীণ ঐ বাঁশরীর সুর
আকাশ বাতাস ছড়ালো তোমার কবিতা বহুদূর।
হুংকার ছেড়েছো বিদ্রোহনলে কম্পিত তোমার ভাষা
অনিন্দ্য লোকে পুলকে পুলকে রেখেছো ভালোবাসা
প্রেম প্রণয়, ভক্তি মার্গে, তুমি আধ্যাত্মিক নিরঞ্জনে
ফুটেছে ফুল প্রেমের সান্নিধ্যে ঐ প্রভুর সন্ধিক্ষণে
তিমির আঁধারে জ্বেলেছো আলো তুমি হে নজরুল
বাঙালির বুকে নেমে এলে তুমি প্রাণের সে বুলবুল
তোমার কলম অবারিতধ্বারা, দিল সে প্রেম সুধা
তুমি নিবৃত্তি দিলে মানুষের মনের পবিত্রতম খুধা।
হে নজরুল তুমি, বিদ্রোহ কোথাও সে প্রেমের কবি
তোমার লেখনি পড়লে যেন ফুটে ওঠে সে ছবি।
কত সঙ্গীত গানে ও কবিতায়, কত গজল নাতে-!
নবী মোর পরশমনি,আজও শুনি ঐ "দিবারাতে".!
তোমার লেখনি সমৃদ্ধ হয়েছে, মানুষের জয় গান
ভুলিব না কভু হে নজরুল কবি তোমার সে প্রতিদান