তুমি যখন আমার পাশে নেইতো কোন ভয়
তুমিই যখন সঙ্গী আমার কিসের পরাজয় ??
ভাবের আকাশ গগন ভেদে হৃদয়ে বাজে সুর
প্রভু তুমি আমার মাঝেই, নয়তো সে বহুদূর।
পবিত্রতার আলিঙ্গনে যখন তোমায় চায়
তুমি তো আমার সখা আমার মোহনায়
কোথায় খুঁজি সঙ্গী আমি, মুর্শিদ তোমার চেয়ে দামি
আমার মাঝেই আমি যখন খুঁজে পাই ঐ আমি।