শুধু তুমি আমি, আমি তুমি---মিলে একাকার...!
মায়ার বাঁধনে গড়া, এ বিশ্ব, সংসার.....!!
অফুরন্ত অনন্ত সীমাহীন, ব্যাপ্তি র ওই দিগন্তে...!
তুমি আমি ফোটা ফুল,,, একি ই সম বৃন্তে...!
প্রেমের কানণে যবে,,,ঐ প্রেমো লিলা ভূমি!!!
মিলেমিশে একাকার হয়, তখন তুমি আমি!!
সৃষ্টির মাধুর্য যাহা,,,ঐ অনন্ত আকাশ.....!
আমি নয় তুমি শুধু,, তুমি তুমি তো প্রকাশ!!!
আমি তুমি তুমি আমি,,, জ্ঞানের প্রকরণে,,,!!
শুধু তুমি তুমি তুমি ময়, যখন পাই স্মরণে,,!
আমার আমিও নয়,, তবুও তুমি আমি,,!!!
যে আমির অহংবোধ, ভেঙে করে দামি....!
তবুও সৃষ্টি মাঝে,, যুগ্ম আমি তুমি,,,,,,,,।
রেখেছো বিশ্ব খানা ওই সৃষ্টি মরুভূমি,!
সব এর মাঝেই তুমি,, আমি তুমি নিরঞ্জন,,
বোধের দিকদিগন্ত রেখেছো সাধন ভজন,,
যে আমির আমি কে, ঐ তুমিতো বিস্ময়........!
যে পেয়েছে আমি তুমির গোপন পরিচয়।
সৌন্দর্য্যে ভরা মধু, ওই জ্ঞানের মৌচাকে!!!
মানুষই মহিম সৃষ্টি,, ওই ত্রিমোহনী বাঁকে,,!
নারী-পুরুষ সৃজিত,,এ সৃষ্টি বসুন্ধরা.....!!
আমি তুমি বুঝতে গিয়েও হলাম পাগল পারা,,
সত্য সনাতন রূপে,,, তুমি সৃষ্টি অপরূপ,,,!
তুমি আমিতে ভেদ? জানিলে হইবে নিশ্চুপ!!
সৌন্দর্যের মহিম ঠিকানা,, মানুষ সৃষ্টি সবাকারে,
যত রূপ পরে আছে,এ মানুষেরই অলংকারে.....।