তুমি আমার---হৃদয়ের মহা তরঙ্গ সুর,
তুমি আমার----আগামীর ভবিষ্যৎ বহুদূর।
তুমি আমার----জীবনের প্রতিটি রক্তবিন্দু,
তুমি আমার----প্রেম জল তরঙ্গ ঐসপ্তসিন্ধু
তুমি আমার----প্রেরণা অনন্ত রাশি রাশি,
তুমি আমার----প্রস্ফুটিত ওই শিশুর হাসি,
তুমি আমার----শক্তি মহা বিক্রম বল,
তুমি আমার-----করুন অশ্রু ঐ আঁখির জল।,
তুমি আমার-----চেতনার ঝরে পড়াঐ বৃষ্টি,
তুমি আমার-----কল্পনার পবিত্র মম সৃষ্টি।
তুমি আমার-----পাথেয় চলার সুন্দর পথ,
তুমি আমার-----জীবনের আগামীর ভবিষ্যৎ।
তুমি আমার-----খোশবু গোলাপের নির্যাস,
তুমি আমার-----পবিত্রতম সুন্দরতম বিশ্বাস।
তুমি আমার----বিপদের চলার পথের সঙ্গী
, তুমি আমার---শিল্প ওই চলার পথের ভঙ্গি।
তুমি আমার-----সম্মান, জীবন চলার ছন্দ,
তুমি আমার------মৃগ নাভির কস্তুরীর সুগন্ধ।