তোমায় কিছু বলব বলে, পারেনি তাহা কখনো,
তবুও তোমায় ভালোবেসেছি মনটা রয়েছে এখনো।
তোমার দৃষ্টিতে আমার আঁখিপাত,
সকাল দুপুর সন্ধ্যা রাত্রি প্রভাত,
মনে গাঁথা রয়েছে হৃদয়ের কোনে কোনে--!
ওগো প্রিয়া ভালোবেসেছি মনের সংগোপনে
মৃদু পরশে জাগায় তোমার অনুভূতি,
আমায় চমৎকৃত করে তোমার উপস্থিতি
তবুও লাজুক মনে, পারিনি কখনো তাহা বলতে
মনে গাঁথা আছো তবুও তুমি আমার পথে চলতে
তোমার সৌন্দর্যে ভরা ঐ হাঁসি মুখ,
যত সমৃদ্ধি যেনো ভরা আছে সুখ,
একটি বারের জন্য বল প্রিয় আমি তোমার জন্য
আমি তব প্রাণ ঐশ্বর্য্যে করিব তোমাকে ধন্য।।
সৌন্দর্যের মাখা অসীম আকাশ
সেখানে গিয়ে নেবো শুদ্ধ বাতাস
অপরূপ মাধুর্যে যেথা ফুটে ফুল রাশি রাশি
আমি পবিত্র অঙ্গনে ক্রয় করিব সে মুক্ত ঝরা হাঁসি
একটি বার বলো শুধু প্রিয় শুধু তোমায় ভালোবাসি