তোমার বিশাল রাজত্বে, আমাকে যবে দিয়েছিলে স্থান,,
তোমার অমায়িক হৃদয় স্পর্শ পরশে, আমি হয়েছিলাম অভিভূত, তোমারি স্মিত হাঁসির ঝলকানি আমায় প্রানবন্ত করেছিল,
তুমিও হয়েছিলে প্রানবন্ত, এক মধুচন্দ্রিমার পূর্ণ জ্যোৎস্নার সন্ধিক্ষণে, যুগ্ম প্রাণ স্পর্শিত দিগন্ত বিস্তৃত নীল আকাশ দিগন্ত বেয়ে, যেন নীহারিকা তারকার মাঝে প্রবেশ করেছিল, ।।
তোমার আমার ভালোবাসা।
এ ভালোবাসা দিগন্ত বেয়ে যাক, পৃথিবীর তরে,
পবিত্রতার আঙ্গিকে, সৌন্দর্যের অমায়িক বর্ণালীর ছটায়, পৃথিবী হোক প্রশান্ত অকৃত্রিম ভালোবাসায়।