তোমার প্রশ্নে, আমি হই অভিভূত---!
সদউত্তর না দিলে আমি নয় বিবেচিত
এ পৃথিবীর সৃষ্টিতে নারী-পুরুষ দুটি
কী করে বাঁধলো একে অপরের জুটি
সৃষ্টির অমোঘ নিয়ম, আলো আঁধার খেলা
প্রতিটি সৃষ্টিতেই রয় নারী পুরুষের মেলা
একক হতেই দুই, সৃষ্টির মহা অবাক ধ্বারা
নারী পুরুষ দুইয়ের সমন্বয় দৃষ্টি নয়ন তারা।
পঞ্চম স্তম্ভ দিগন্ত বিস্তৃতি সুন্দর সৃষ্টি সমাহার
লক্ষে অলক্ষে সৃষ্টিতে পরিয়েছে অলংকার
এদের আদি অন্তই জ্ঞানের প্রজ্ঞা দীপশিখা
এদের বিহনে জ্ঞান যেন ধুদু মরীচিকা।
তোমার প্রশ্নে কিছুটা উত্তর দিয়ে গেলাম তবু
নারী ছাড়া পুরুষ সচল হয়নাতো কখনো কভু,
যা কিছু প্রেম ভালোবাসা এদের দুজনা মিলে
তবে তো সৃষ্টির সুন্দর হল প্রেমের মাহফিলে
প্রভূ নিজেই প্রেমিক যেজন প্রেমের স্বরূপ জানে
তোমার প্রশ্নের উত্তর দেখ প্রেমের অভিধানে।