প্রতিটি মুহূর্তে তোমার কথাই ভাবি,,
তুমি যা করেছ মোর কাছে দাবি,,,,!!
তবুও আমি এখনো তোমার কথাই ভাবি,,,!!
তোমার অপেক্ষায়, এখনও করি দিনানিপাত,,
সকাল সন্ধ্যা রাত্রি দুপুর ওই মম প্রভাত....!
শুধু একটু ভালোবাসা,, তারিতো অঙ্গীকারে,,
তাইতো অপেক্ষায় বসে আছি তোমারি দ্বারে,
তুমিতো বেসেছিলে ভালো, বল কিসের ভালোবাসা,
দিয়েছিলে সততো লক্ষ লক্ষ প্রাণের আশা,,,!!
তাইতো অপেক্ষায়,, আমি বসে আছি একা,,,
তুমি তো বানিয়েছিলে, মোরে প্রেমের বন্ধু সখা,
ভালোবাসা মানে কি,, শুধু স্বার্থের অঙ্গীকারে???
মিথ্যার প্রহসন,, শুধুই নকল কারবারে,,??
হৃদয়ের মূল্য নাই, আছে শুধু মরুময় মরীচিকা,,,
ভালবাসার নামে শুধু মিথ্যা প্রহেলিকা,,???
শুদ্ধ চিন্তা-চেতনা নাই, আছে শুধু নকল ভালোবাসা
শিক্ষা নামে প্রহসন, হয় কি নকল মন খাসা??
ফিরে এসো ফিরে এসো, প্রকৃত পবিত্রতার মাঝে
ভালোবাসা ফিরে পাক, হৃদয়ের ভাজে ভাজে,,
ওই অপেক্ষা করা ভালো, যাহাতে নকল নেই আঁকা
সেই ভালোবাসা দিতে পারি মেলে দিতে দুটি পাখা