আমি কবিতা হতে চাই, তোমার কাব্য ভূমি
ভুলে যেও না যেন ওগো মনে রেখো তুমি
জীবনের অনেক কাহিনী, এঁকে যাও কত কথা
কত যে মানুষের জীবনের, দুঃখ আনন্দ ব্যথা
শুধু তোমার কবিতা হতে চাই তোমার ভাবনায়
একটুখানি জায়গা দিও ভালোবাসার মোহনায়।
কত কালি প্রলেপন করো, কত যে কবিতা গানে
তুমি আমাকে কবিতা কোরে, রাখিও মাঝখানে
শুধু একটুখানি ভালোবাসা, যাওনা সে বহুদূর,
একটুখানি হতে চাই মন শুধু তোমার গানের সুর
তোমার কলম অবারিত চলে, দিক হতে দিগন্তে
কবিতা হয়েই জায়গা দিও, তোমার মন বসন্তে।
আমি চাই তোমার কলম, অবারিত স্রোতধারা
ফুটে উঠুক নীল গগনে মম উদিত সন্ধ্যাতারা।
আজও তোমায় ভালোবাসি, ভুলিবো না আমি কভু
তুমি যদি ভুলে যাও আমায় আমি ভুলিবো না তবু।
তাই শেষ প্রান্তে, তোমার কলমের কবিতা হতে চাই
ফুটে উঠুক স্নিগ্ধ ফুলে ফুলে, পবিত্র সুন্দর বাগিচায়
আমি আড়ালেই ভালোবাসবো তোমার কবিতা গান
শুধু তুমি একটু রাখিও তোমার হৃদয়ের মাঝখান-!