সৃষ্টি মানেই তুমি আমি, গাঁথা দুজনায়
তুমি-আমি মিলেই ফুল ফুটে বাগিচায়
যত নন্দনকানন, সুন্দর সৃষ্টি সমাহার
তুমি-আমি মিলেই রূপের অলংকার
তোমার আমার কথায়, তরঙ্গ বয়ে যায়
প্রেমের আলাপন, সুন্দর ওই মধুচন্দ্রিমায়।
প্রাণ স্পন্দিত সজীবতা, তুমি আমি মিলে
সৃষ্টি তাই সাজিয়াছে প্রেমের মাহফিলে,
সৃষ্টি যা-কিছু যত, এই মিলন প্রাঙ্গণে
তোমার আমার কথা ছড়ালো এ ভুবনে
জোড়ায় জোড়ায় সৃষ্টি, সুন্দর হল তাই
মেঘে মেঘে বিদ্যুত তাইতো চমকায়।
ফুরাবে না কভু তোমার আমার স্মৃতি
রেখেছি তাইতো তোমার আমার উপস্থিতি
এক হতেই দুই, অগণিত সৃষ্ট ধ্বারা,
তুমি আমি মিলেই ধ্রুব সন্ধ্যাতারা।