তোমার আমার যাত্রাপথ, একই নিয়মে বাধা
মাঝখানে চলার পথে, শুধু একটু গোলকধাঁধা
একই মাটির এই পৃথিবীর, চন্দ্র-সূর্য বায়ু
তোমার আমার ধরে রাখে সুন্দর সতেজ স্নায়ু
এসেছি এই ভবে,, তুমি আমি আসার পথে
কেউ চোড়ে আসেনি মোরা সোনার পালঙ্ক রথে,
মায়ের গর্ভে দিয়েই মোদের আশার সুন্দর পথ
এই পৃথিবীতে এসে হয় বিভিন্ন মনের অভিমত।
কিন্তু যাওয়ার পথেই একই মোদের হয় প্রস্থান
পৃথিবীর ঐশ্বর্য্য হয়ে যায় তখন ভেঙে সব খান খান
তাই তোমার আমার যাত্রাপথটি সহজ তখন হয়
যদি না থাকে মোদের যাওয়ার পথে কৃত্তিম অভিনয়