যেখানে যাই যেদিকে তাকাই, স্বপ্নলোকে ও তুমি
সৌন্দর্যে মম বিকশিত আমার হৃদয় ভূমি।
শুধু তুমি শুধু তুমি শুধু তুমি....!
প্রেমের শ্রীনিকেতনে, শুধু শুনি তোমার গুন গুন গান
অফুরন্ত তরঙ্গে তুমি ভাসো আমারই মাঝখান।
শুধু তুমি শুধু তুমি শুধু তুমি
প্রাঞ্জল স্বচ্ছতাই শুধুই আমার হৃদয় ভূমি।
মুদিলে চক্ষু ওই আঁখিপাত.....!!
তোমার সোহাগ পরশে আমার সে খুলে প্রভাত,
স্বপ্নে শয়নে নয়নে, যেদিকে তাকাই
তোমার উপস্থিতি দেখি সুদূর ঐ নীলিমায়।
তুমি অফুরন্ত ভান্ডার হে, সবেতে ঠিকানায়
তোমাকে খুঁজে পাওয়া যায় ভালবাসার মোহনায়।