শুভ্রতার পরশ আঁকা তোমার ওই আঁখি পাত!!
মন মুগ্ধ গভীর প্রেমে, যেন মায়াবী প্রভাত-
      সৃষ্টির অনিন্দ্য পুলকে তুমি---!
       জয় করেছো আমার হৃদয় ভূমি।

মায়াবী চাহনি, মনো মুগ্ধ ওই সুন্দরতম হাঁসি,
  হে প্রয়সী হৃদয়ে বাজে তোমার বিন বাঁশি   !

,,,, কল্পনার আঁখিতে ও ঐ অনন্ত সুরের ঝংকার,,
     তোমার প্রেমেতে মুগ্ধতা, ঐ নয়নে আবিষ্কার।

সৃষ্টিরহস্য ওই তোমার মায়াবী আঁখি দুটি!!!
    তোমার প্রেমে পাইনা তাইতো কখনো ছুটি,

   পবিত্র অঙ্গীকারে,, যখন চাহনি হয় চমকৃত!!!
    স্বপ্ন ও তুমি আসো,, সুগন্ধে যেন ঝংকৃত!!

তুমি প্রেমের সুন্দরতম, ঐ আঁখি পাতে আলপনা,
তুমি কবির কবিতা,, স্বপ্ন বিভোর মধুমাখা কল্পনা