এ পৃথিবীর তরে নিজ ঘরে
যদি আলো জ্বালাতে চাও
সুন্দরতম দুনিয়ার তরে একটি বন্ধু খুঁজে নাও
কিন্তু,, সুপথ দেখাবে ও বন্ধু বাবা বড় জালা
যে খুলে দিতে পারে
সুন্দরের মাঝে ওই বদ্ধ তালা,,,,,,,,,!!!!
দুনিয়ার তরে অনেকেই বন্ধু শুধু লোভ ও লালসয়,
আত্মকেন্দ্রিক দুনিয়ার তরে শুধু দুনিয়া কি পেতে চাই,,,,,,,,,!!!!!!!
কিন্তু জনম জনম অন্ধ জীবন যাহা
সত্য লোকে রয়,,,,!!!!!
কে দিতে পারে সেই শুদ্ধ জীবনের
প্রকৃত পরিচয়,,,,,!!!!!!
শেখানো হতে কুড়াবো মানিক
মেটাবো অন্তর জ্বালা
যে খুলে দেবে মোর
অসহায় মনের ঘরের তালা