সুন্দর পেতে কার না মন চায়--!
সুন্দর মন ফুল ফোটায় বাগিচায়।
আপন সুন্দর আপন কায়াতেই রয়
সেই সুন্দর যদি হয়  আমার পরিচয়

নিখুঁত শিল্প সুন্দর সৃষ্টির মাঝে মাঝে
ভরা আছে  মানবহৃদয় ভাজে ভাজে।
অনুসন্ধালে সেই সুন্দর এর পরিচয়,
আপনাকে দেখে আপনাতেই  বিস্ময়।