সৃষ্টি, কত দৃষ্টি, কত আকাশে বাতাসে
সুন্দরের হিল্লোল ওই চাঁদ হাঁসে,
অসংখ্য তারকারাজি মিটি মিটি জ্বলে,
কত প্রবাহ ঢেউ তরঙ্গ সমুদ্রেতে চলে ।
কত সুন্দর প্রস্ফুটিত, কানন ফুলে ফুলে
আমি মানুষ তাঁর সৌন্দর্যে কখনো যাই ভুলে
কত বৈচিত্র্যময় পাখি, ঝরনা উপবনে
প্রেম বিতরণ করে ভালবাসার সন্ধিক্ষণে
আমি সুন্দরের খোঁজে, যেদিকে তাকাই
অপূর্ব সৃষ্টি সৌন্দর্য আমাকে মাতাই ।
কত পাহাড়, বন উপবনে কত জীবের বাস
সৃষ্টি তুমি অপূর্ব মহিমা রেখেছে পরিহাস ।
অনন্ত সৃষ্টি গাঁথা বৈচিত্র্যপূর্ণ ফুল ও ফলে
কত মাছের বৈচিত্র্য ওই সমুদ্র জলে।
কত রঙিন আকাশ, রং তুলিতে আঁকা
সৌন্দর্য বিমোহিত করে প্রজাপতি পাখা,
কত অনু পরমাণু তে, সৃষ্টিতে বৈচিত্র্যময়
কত সৌন্দর্য বিছানো দেখো অবাক বিস্ময়।
তাহার মাঝে আমি মানুষ, খুললে নয় আঁখি,
সবার চাইতে সুন্দরতম আমার পরান পাখি
অবারিত স্রোতধ্বারা যবে সুন্দরের ঠিকানায়
মানুষ নিজে খুজিলে ভালোবাসার মোহনায়
অনিন্দ্যসুন্দর যাহা, প্রেমের শ্রীনিকেতন
সমস্ত সৃষ্টির সেরা এই মানব জীবন।