সুন্দর,,,,,, সুন্দর তো সবাই চায়....!
             কিন্তু সুন্দর তো সবাইকে ধরা দেয় না,,

যে অবারিত প্রেমভক্তি নিয়ে বসে রয়েছে,,
    সেখানে সুন্দর সুন্দর ভাবে প্রকাশ হয়,,,
****
সুন্দর পৃথিবী সুন্দর সৃষ্টি সুন্দর বিচিত্র আসমান-

এই সুন্দর ওই সুন্দর যিনি প্রকৃত সুন্দর....
ওই সুন্দর ভক্তের অধিষ্ঠান এই বিরাজ করে,,,
     মানুষ তুমি নিজেই সুন্দর তুমি কোন সুন্দর কে খুঁজছে,,,?????

পৈশাচিক হাত ওই সুন্দর স্পর্শ করতে পারে না
,, যাহা অনিন্দ্য লোকে অনন্ত আকাশ ঘিরে,,,
বাহ্যিক সুন্দরের প্রচেষ্টা মানুষকে প্রকৃত সুন্দরের

সন্ধান করার শক্তি যোগায়,
কিন্তু মানুষ যদি বাহ্যিক সৌন্দর্যের মধ্যে ডুবে যায়
     তাহলে প্রকৃত সুন্দর তার স্পর্শ করা হয় না,,

সুন্দর তুমি সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর
বন ঝরনা ভুবন স্বর্গোদ্যান ওই সুন্দরের মাঝে
তুমি অনন্ত অনিন্দ্য তুমি জীবন তো তুমি চির ভাস্বর

ওই সুন্দর অবলোকন করো
যা চিরস্থায়ী সুন্দর তোমার জন্য অপেক্ষমান
তোমাকে ঘিরেই,,,,,