দু দিনের দুনিয়ায়-এসেছি তুমি আমি---!
সুগন্ধ খুশবু বিলিয়ে যাব, এ ধরনীর ভূমি---
মানুষ হয়ে এসেছি--তাই মানুষের সবাকারে...
খুশবু বিলায়ে যাব, মম ঐ হৃদয় অন্তরে.....!!
প্রস্ফুটিত ফুলের মত----করবো জীবনখানা!--!
চলনা তুমি আমার সাথে, মেলে দেবো প্রেমের ডানা
হাসনাহেনা রজনীগন্ধা--ঐ পদ্ম গোলাপ মাঝে-,
সুগন্ধ ছড়াবো তুমি আমি, বিলাবো পৃথিবীর মাঝে
সুন্দর সৃষ্টি দৃষ্টি পানে--হয়েছি মানুষ তুমি আমি,
তাইতো হতে হবে,, সকল সৃষ্টি চেয়েও দামি ।।
মানুষ হয়ে জন্ম নিয়ে -তব না দিতে পারি প্রতিদান
কি করে তবে পাইব তুমি আমি, মানুষের সম্মান?
তাই যতদিন আমি বেঁচে রবো,, বিলাবো খুশবু তাই
মানুষের মনুষ্যত্ব, সেথা, বিবেক ও মানবতায়---!!
সুন্দর সৃষ্টি ধরনীর তরে, রেখে যাবো সেই স্মৃতি-!
সুগন্ধ খোশবুতে তার,রেখে যাবো সুন্দর উপস্থিতি।