শুধু তুমি আমি মিলে দুইজনা
থাকিবে না কোনো নকল বা প্রবঞ্চনা,
সুন্দরতম ভালোবাসার অঙ্গীকারে
চলো সাজাবো দুইজন সুন্দর উপহারে
যেথা পবিত্রতম সুন্দরতম গতি
তুলিবো তা হতেই হীরা মানিক মতি,
এ পৃথিবী যেনো শুধু নকলের ঠাঁই-!
তবুও মোরা ভালোবাসা পবিত্রতায়।
গাঁথিব মালা, অনন্ত রাশি রাশি
থাক না দুঃখ তাতেই ফোটাবো হাঁসি,
ভালোবাসা হোক মোদের তাহা
অকৃত্রিম সুন্দরতম যাহা--!
চলো ভেঙে দিয়ে মনের যত ভুল
ফোটাবো সেথা রজনীগন্ধা গোলাপ ফুল।