---------শুধু তোমার জন্য, জীবন করিব ধন্য,
তুমি আমার প্রেম, ঐস্বর্গীক অনন্য.....
----------শুধু তোমার জন্য নিবেদিত ঐ প্রাণ
করিতে পারি জীবন তাহাতেই প্রতিদান,
----------হোক না সে পথ অনন্ত বা বহুদূর..
তাতেই মেলাবো ছন্দ ওই গানের সুর
----------আমার ওই আঁখি পাতে শুধু তুমি তুমি
পবিত্র করে রেখেছি আমার হৃদয় ভূমি
-----------------অগণিত তৃষ্ণা তুমি আমার মাঝে
রেখেছি তোমার নাম হৃদয়ের ভাঁজে ভাঁজে
----------শুধু তোমার জন্য যত দুঃখ কষ্ট জ্বালা
বরণ করিবো তবুও ওই দুঃখের মালা
-------শুধু তোমার মাঝেই আমি বেঁচে থাকতে চাই
তোমার মাঝে আমি অনেক কিছু খুঁজে পাই
----------যেখানে থাকো না দূরে অনন্ত আসমানে
আমি শুধু তোমারই তোমারই প্রতিদানে