সৃষ্টি যখন সুন্দর, যেদিকে দাওনা দৃষ্টি--!
অপূর্ব মুগ্ধতায় ভোরে আছে সমস্ত কিছু সৃষ্টি
নিখুঁত অংকে গড়েছেন , প্রভু তুমি দয়াময়
অনু পরমানুতে,ও সৃষ্টি এ বিচিত্র বিস্ময়--!
সৃষ্টির মাঝে কোথাও তুমি পাবে না সে ভুল
বড় হতে ছোট,, যদিও হয় একটি ঘাস ফুল
অফুরন্ত বিচিত্র মাঝে, এ সৃষ্টির কলাকৌশল
নদ নদী সমুদ্র, আকাশের এক ফোঁটা জল,
পাহাড় ঝর্ণা যত, হোক না দিগন্ত মরুভূমি
তাহারি মাঝে শ্রেষ্ঠ, মানুষ লক্ষ্য করো তুমি
চন্দ্র সূর্য নক্ষত্র,, হোক না দূরত্বে নীহারিকা
চীন জাপান রাশিয়া ভারত- বা আমেরিকা।
বন বনাঞ্চল যত,সাগরের ঢেউ রাশি রাশি
সৃষ্টির মাধুর্য বড় দেখো বাজাই করুন বাঁশী।
অগণিত ফুল পাখি,, কত জীবজন্তুর সমাবেশ
সৃষ্টি মাধুর্য ধরে রেখেছে তাহা সুন্দর পরিবেশ
কত মৎস্য সমাহার জলে, অগণিত তাহা অনন্ত
প্রভুর নেয়ামতে বেঁচে আছে দেখো সে জীবন্ত
কত সবুজ-শ্যামলে ভরা বইছে সুন্দর বায়ু
সেই বাতাসের সজীবতায় তোমার আমার আয়ু
সৃষ্টি যখন সুন্দর, যে দিকেই তাকাবে তুমি,
সৃষ্টিতে নন্দন খুঁজে পাবে হোক না সে মরুভূমি
তাই আমরা যখন মানুষ, সৃষ্টিতে মহিমাময়
প্রভুর নেয়ামতে আমাদের হোক সুন্দর পরিচয়।