অনুপম সৌন্দর্য, কে এলো আজ মরু সাহারায়
পাপি তাপি উদ্ধারকর্তা, পবিত্র সহিষ্ণু মানবতায়।
নিখিল বিশ্ব পেল আজ কাকে, খুশির ভেঙেছে বাঁধ
লতাগুল্ম আকাশ বাতাস পেলো সে শুভ সংবাদ।
এজে মরুর দুলাল, বিশ্ব আসিষ রহমতের দুয়ার
আজ নদ নদী সাগর জলে, এলো রে খুশির জোয়ার
মা আমিনার কোলে ভরা, দেখ কি চন্দ্রিমা হাঁসে
মোহাম্মদ স:) নাম প্রতিধ্বনী আজ আকাশে বাতাসে
আজ বিশ্ব নিখিল পেল কাকে,রহমতুল্লিল আলামীন
ইয়া মোহাম্মদ ইয়া মুহাম্মদ সকল আমিন আমিন।
সকল মানুষের মুক্তিদাতা, ইয়া রাসুল আল্লাহ
তুমি আল্লাহ পাকের প্রিয় নবী মুহাম্মদ হাবিবুল্লাহ।