যা কিছু সৃষ্টি দৃষ্টিপথে মিশে ভালো-মন্দ
দুটোতে মিলে সৃষ্টি সমাহার মেলেছে ডানা ছন্দ
রাত্রি মিশেছে আলোয় গিয়ে আকাশ মিশেছে মাটি
পুরুষ মিশেছে নারীতে তাইতো সৃষ্টি পরিপাটি।
মন্দের মাঝেও ভাল রয়েছে সব মন্দ না মন্দ
চলার পথে গতির মাঝে সেও সুবাসিত সুর ছন্দ
অনু পরমানু ক্ষুদ্রাতিক্ষুদ্র , বৃহৎ ওই সমাবেশে
সৃষ্টির প্রয়োজনীয়তা মিশেছে সুন্দর পরিবেশে
সবুজ শ্যামল কীটপতঙ্গ জলের তরঙ্গ ও ঢেউ
কেউ কাউকে বাদ দিয়ে পূর্ণতা পাবে না কেউ।
স্বপক্ষ বিপক্ষ মতবাদ বিচিত্র বৈচিত্র মনের ডালি
কোথাও সৃষ্টি পূর্ণতা পেয়েছে কোথাও রয়েছে খালি
মানুষের মাঝে ভালো-মন্দ তাহা সবের মাঝে রয়
সৃষ্টি সবাকারে প্রয়োজনীয়তা আপন আপন পরিচয়
নিন্দনীয় যা কিছু সৃষ্টি তাও অনিন্দর ঐ মাঝে
ব্যাপৃত আছে সৃষ্টি নিরিখে প্রভুর মহিম কাজে।
এরই মাঝে প্রকৃত সুন্দর কামেল বোধ বুদ্ধি যার
মানুষ সেখানে শ্রেষ্ঠ বিবেক চেতনাই তার উপহার