অবিমিশ্র সৃষ্টি বিচিত্র, সেইতো ভালো-মন্দ-!
আলো আঁধার ছাড়া, সৃষ্টিতে পায়নি ছন্দ-!
আকাশ বাতাস যত, যাহা আছে প্রয়োজন
তবেই তো মানুষ তুমি হলে সৃষ্টি মনের মতন
চলমান পৃথিবীতে, সৃষ্টি বৈচিত্রতার খেলা
এরই মাঝে প্রভু বসিয়েছেন প্রেমের মেলা
কেউ নয় অবহেলিত, ছিল প্রয়োজন ও তার
অন্ধকার ছাড়া কি? খুলে জ্যোৎস্নার বাহার--!
যাহা ভাবি সৃষ্টিতে মন্দ, তবুও হয়তো সে দামি
আমার মন্দকে প্রত্যাখ্যান করে জাগ্রত হয় আমি
সৃষ্টির এ কৌশল অতি প্রভু থাকেন সে নিরঞ্জন
কোন কিছুই সৃষ্টি হয়নি তো শুধু বিনা অকারণ,
আমার মহত্ত্ব তখনই, যবে কাঁটার পথেতে হাঁটি-!
সেখানে তো রয় গোলাপ নির্যাস সুগন্ধ পরিপাটি
মন্দ থেকেই ভালো নিতে হয়, মন্দ সে মন্দ নয়--!
মন্দের বুক থেকে জেনে নিতে হয় ভালোর পরিচয়
সৃষ্টিতে প্রয়োজন আমি মানুষ, সকল জীব সেরা
অতীন্দ্রিয় পুলোকে সকল সৃষ্টি আমাকে নিয়ে ঘেরা
জ্ঞানের দিগন্তে দুয়ার খুলে দেখ না নয়ন চেয়ে
সমস্ত সৃষ্টির প্রয়োজন রয় যাহা আছে কিছু ছেয়ে।