অগণিত অনন্ত দিগন্ত যাহা সৃষ্টি সমাহার
কত বিচিত্র বৈচিত্র্যময় শুধুই রূপের বাহার।
অফুরন্ত অগণন তুমি যে দিকে তাকাও,
শুধুই দিগন্তে সৃষ্টি রহস্য দেখো দেখিতে পাও।
মহাপ্রভুর নিখুঁত শিল্প, এ সৃজিত বসুন্ধরা,
দিগন্ত নীলিমায় নীহারিকাপুঞ্জ অগণিত তারা।
চন্দ্র সূর্য, মেঘপুঞ্জ ভাসমান রাশি রাশি
প্রভাতে ফুলোর ফুটন্ত টগবগে মম হাঁসি
সবুজে শ্যামলে বন উপবনে, বইছে মম বায়ু
তাহাতেই মোদের সতেজ করে জীবনের স্নায়ু।
সৃষ্টি তুমি অদ্ভুত রহস্য, মম প্রভুর প্রতিদান
তাহাতে মানুষকে করেছ মহান ও গরীয়ান
কত অনু পরমানু ক্ষুদ্র কীট, জীবনের সমাচার
সৃষ্টিতে রেখেছো ভরপুর তুমি খুলেছো দুয়ার
অগণিত আগমন কত জীবন মাখা এই পৃথিবীতে
ভাঙা-গড়া আসে আর যায় ভবিষ্যৎ আগামীতে
সৃষ্টি তুমি বড়ই অদ্ভুত, যেদিকে যাই নয়ন দুটি
নিখুঁত রহস্যাবৃত্ত, সৃজিত সুন্দর পরিপাটি।
এ পৃথিবী এক দুঃখের কারাগার রয় আনন্দ হাঁসি
এরই মাঝে বাজে ভালোবাসার পবিত্র বিন বাঁশি
সকলের সেরা সৃষ্ট মানুষ, জ্ঞানের আলোক প্রভা
মনুষ্যত্ব যখন পাতে হৃদয়ে পবিত্রতম শোভা