সময়ের এক অপরিহার্য জীবনের মাঝে
সময়কে ঠিকভাবে লাগাও সে কাজে,
সময়কে অপচয় করে যে জন
জীবনটা ব্যর্থ হয় যেন অকারণ,
সময়ের সুরে সুরে, দিলে তার দাম
প্রতিষ্ঠা পেতে পারে সেই মূল্যবান কাম।
সময়ের অপচয় যাহা জীবনের গতি
পারেনা তুলিতে তাহা হিরা মনি মতি।
সঠিক মূল্য যে জন দিল সময়কে কাজে
জীবন প্রতিষ্ঠা পায় জীবনের মাঝে।
জ্ঞানীগুণী বিবেকবান যারা পৃথিবীর বুকে
সময়ের মূল্য দিয়েছেন আজও মানুষের মুখে
সময়টা অনেক দামী, প্রতি ক্ষণে ক্ষণে
সত্য পরশে যদি হৃদয় আসে তোমার মনে
আলস্য জীবন মানে, অসার ও অচল
জীবনটা ফাঁকিতে যাই ইহকাল পরকাল।
তাই সময়ের মূল্য, সময়ের ব্যবধানে,
সময়কে কাজে লাগাও মহৎ প্রতিদানে।