ক্ষণে ক্ষণে সময় বয়ে যায়, সময়ের তালে তালে
প্রতিদিন সূর্য উঠে, পুব আকাশ রঙিন লালে।
প্রতিদিন প্রতি নিয়ত এ পৃথিবীর অবিরাম গতি
কত যে জীবনের হিসাব নিকাশ লাভ আনন্দ ক্ষতি
সময় তো থেমে থাকে না, জীবনের যা কিছু কাজ
কালের জন্য জমা না রেখে করতে হবে সে আজ।
এ জীবন ক্ষণস্থায়ী, কত মানুষের আনাগোনা
সময়তো বয়ে যায়, যদি জীবন না হয় ষোল আনা
এ ধরিত্রীর বুকে তুমি আমি, থাকবো না চিরদিন
সময় বয়ে যায় সময়ের তালে হররোজ প্রতিদিন
কিন্তু জীবন যদি না হয় সুন্দর এ সময় এর মাঝে,
সময় বয়ে যায় সময়কে লাগাতে হয় সঠিক কাজে
সময় চলে গেলে পাওয়া যায় না, সে শুভ সন্ধিক্ষণ
সময়কে মূল্য দিয়েই, সুন্দর করতে হয় এ জীবন
সময় তো বয়ে যায় সময়ের সুরে তার গতি ছন্দ
সেই সময়কে মূল্য দিয়ে, জীবনের নাও সুগন্ধ।