সবকিছুর অগ্রগতি এ পৃথিবী গতিময়
প্রকৃত সভ্যতার মাঝে এখনো বিস্ময়।
জমিন আসমানে ব্যাপৃত মানুষের চলাচল
প্রগতি এগিয়ে চলেছে যত বৈজ্ঞানিক কৌশল
শিক্ষাদিক্ষা ইস্কুল কলেজ, অনেক অগ্রগতি
তবু মানুষের মাঝে মনুষ্যত্ব খুলে না কেন জ্যোতি?
সভ্যতা যখন নামে, শিক্ষায় দিচ্ছে কি প্রহসন!
সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ মোরা কেন ফিরেনা চেতন।
আজকের পৃথিবীতে ও শুনি বুভুক্ষের ক্রন্দন-রোল
প্রকৃত শিশুরা পাই না কেন স্নেহ মায়া মাতৃ কোল
ওঢ়েল খাবার অপচয় হয়, রঙিন তামাশার মাঝে
কোন দুঃখির শিশুর পেটে তখন বুভুক্ষ রোল বাজে
অট্টালিকা রাজপ্রাসাদ গুলি ফাঁকা পড়ে থাকে
তাদের পরিশ্রমে মধু পাও তোমরা সুন্দর মৌচাকে।
প্রকৃত সভ্যতা তাকেই কয় যেভাবে অপরের জন্য
প্রকৃত শিক্ষা তাকেই কয় যে অপরকে করে ধন্য।
একে অপরের পরিপূরক সুন্দরের ঠিকানায়।
প্রকৃত সভ্যতা হয় না, শুদ্ধ না যদি বিবেক চিন্তায়।
নামেমাত্র সভ্যতা পেয়েছি এখনো অনেক বাকি
মানুষের মনুষত্ব বলিদান, সভ্যতা সেথায় ফাঁকি
প্রকৃত শিক্ষা আপনাতে আগে নিজেকে সাজায় চলো
তারপরে তুমি আমি সুন্দর সভ্যতার কথা বল।