সৃষ্টি হতে আজ অবধি মহা কালে কালে,,, সিংহাসনের লড়াই এ রক্ত আবিরলালে....
ক্ষমতার দখল রণনীতি কত রয়েছে ইতিহাস,,
সহজ মানুষগুলো পাইনি বাঁচতে পায়নি ওই নিঃশ্বাস,...,,,।
স্বার্থের জন্য নিজের তাগিদে লোভিতে সিংহাসন,,
কত মা-বোনের ইজ্জত বিবস্ত্র হয়েছে লুণ্ঠন,,,,,..!!
তুমি আজব সিংহাসন তুমি আজব সিংহাসন,,,!!!
গদির লড়াই বাঁচার লড়াই,, লড়াই কিসের জন্য,,
যদি না করিতে পারো সব মানুষের ভালো তাহার জন্য,,,,!!!!
ধন্য তোমার গদির লড়াই ধন্য তুমি ধন্য,
ওই পৈশাচিক হাত কাঁপে না শুধু মানুষ মারার জন্য?????
সভ্যতা পেয়েছ আলো পেয়েছো অনেক বাড়ি গাড়ি,,!!!!
সিংহাসনের লোভে তুমি ভাঙছে ঘরবাড়ি,,,,???
হায়রে সিংহাসন, এই যে মানেনা শাসন,
উলঙ্গ করে মা বোনেদের বিবস্ত্রা বসন,,
হায়রে সিংহাসন,,, হায়রে সিংহাসন,,!!!
ল্যোভিত পৃথিবীর সারে জাহান ভরতে তোমার ঝুলি,,,,
মিশলে না তুমি মানুষের সঙ্গে হৃদয় প্রাণ খুলি,,,,,
শুধু সিংহাসন, শুধু সিংহাসন,, কি করে রাখবে সে আসন,,,
যার এই চিন্তা রয়,,,,
কি করেছে দিবে এই পৃথিবীতে ভালোর পরিচয়,,
তোমার শক্তি বৈধ অঙ্গে ঐ অলংকার মাঝে,,
সেই সিংহাসন প্রকৃত যাহা মানুষের হীত কাজে,
ওই সিংহাসন করো না তুমি তোমার হৃদয় কুঞ্জ,,
যেখানে গোলাপের খুশবু রেখেছে খুশবু তোমার হৃদয় কুঞ্জ,,,!!!!