শিক্ষাই যখন প্রকৃত ইতিহাস যদি হয় রুদ্ধ
সেই পৃথিবীর মানুষ বল? কি করে হবে শুদ্ধ।
বিবেক চিন্তা-চেতনা যখন, মরিচা পড়ে যায়,
সত্য শিক্ষার যদি না তাতে আলোক প্রভা পায়
হীনমন্যতায় ডুবে যদি, পৃথিবীর সত্য ধ্বারা,
কি করে জ্বলবে ভেজাল শিক্ষায় সুন্দর সন্ধ্যা তারা
প্রকৃত ইতিহাস প্রকৃত সত্য, যদি তা চাপা রয়,
তাতে পৃথিবী হয়না সুন্দর মরুভূমির মরীচিকায়।
মানুষের কল্যাণে মানুষের মহিম অনন্ত আকাশ
সেখান থেকে যদি না দিতে পারো শুদ্ধ বাতাস।
সুন্দরতম সুন্দরের তরে, কাটিয়া আঁধার কালো
প্রকৃত শিক্ষায় হে মানুষ সেই আলো জ্বালো।।