মনের একাগ্রতা, যখন পবিত্রতার মাঝে
স্বপ্ন সুন্দরতম হয়, সেই মম কাজে
হিংসা যখন জয় হয়, হৃদয়ের তীরে
নিজেকে খুঁজে পাওয়া যায় তাকালে ফিরে
সত্য মনন প্রদীপ্ত, ঘোচায় অন্ধকার কালো
প্রস্ফুটিত হয় যখন মনের শুভ্র আলো
জীবন মানে অনন্ত পথ অনেক স্বপ্নে ঘেরা
জীবন জীবনের মাঝে ই হয়ে যবে সেরা
স্বপ্ন যখন সুন্দর, মনের শুভ্র অঙ্গীকারে
শত কষ্টেও,সেই প্রশান্তি পাই তারি দ্বারে