হিমেল হাওয়া গভীররাতে
কম্পন গোটা অঙ্গেতে
কাঁথা কম্বল লেপ গালিচা
না আছে যার সঙ্গেতে
চাইনা সে জন শীতের রাত্রি
বিবস্ত্র যে অন্নহীন,,,,,,,
শীতের রাত্রি করাত পাষাণ
যারা অর্থ টাকার খিন,
সেইতো মম শীতের রাত্রি,,,,
গ'লে হিমেল বরফ হার
কাউকে জায়গায় কম্প দিয়ে!!!
কাউকে করে এমনি পার।।
**। **। **।