এ বিচিত্র ধরিত্রীর বুকে, শান্তি চাই সকলে
প্রস্ফুটিত হয় যা ফুল, ফল হয় না সব মুকুলে।
আমরা মানুষ ছুটে চলি, শান্তির করি অন্বেষণ,
কিন্তু জীবন যদি না মানে, তার শুদ্ধ ব্যাকরণ।
জৈবিক চাহিদা যখন, বাড়িয়ে দেয় তার গতি
সেখানেতো কুড়ায় মানুষ সব নকল হীরামতি।
অনেক ঐশ্বর্যৈও শান্তি, পাওয়া বড় মুশকিল,
প্রকৃত শান্তি খোঁজো,খুলো হৃদয় মাহফিল।
মনের অঙ্গনেই শান্তি, বিরাজিত তা বহমান
অনেক দুঃখ কষ্ট কেউ, যে দিতে পারে সম্মান।
এ পৃথিবী এক মায়াজ্বাল, বন্ধনে পড়িলে তার,
তার থেকে শান্তি বিদায় , জীবন হবে ছারখার।
যে জন শুদ্ধ পরিচয়ে জীবনের দিকে ফিরে চাই
পবিত্র মনের অঙ্গনে শান্তি তার কিনারায়।
অঢ়েল ও সম্পদে শান্তি, অনেকেই তা পাই না।
কী করে পাবে শান্তি শুদ্ধ, না করে মনের আয়না।