যার মধ্যে শালীনতাবোধ, বিরাজমান
তার মধ্যেই হয় মম মহৎ প্রতিদান,
শালীনতাবোধ ভদ্রতা, ও আমায়িকতায়
সৃষ্টিশীল পবিত্র মনে ফুল ফোটায়।
শালীনতাবোধ যার সুন্দর আচরণ,
তার শিক্ষা নয় কখনোই অকারণ।
মনুষ্য পথে তার সৃষ্টি সমাচার,
গঠনমূলক কে তার থাকেনা অহংকার
শালীনতাবোধোর মার্জিত দৃষ্টি খানা
সৃষ্টি পথে মেলে দিতে পারে ডানা।
শালীনতাবোধেই ধৈর্যের সীমাহীন পথ
প্রকৃত প্রেম ভালবাসায় পায় সে মোহাব্বত