সৃষ্টির অপূর্ব ছন্দ, মিলেমিশে নিখুঁত অনিন্দিতা
প্রকাশ করে চলেছে,,
সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, তাহা অবলোকন করেই চলেছে,
কত সবুজ-শ্যামল ফুল ফল সমাদৃত এ পৃথিবী,
মানুষ তার কাব্য কবিতা সাহিত্যে, প্রকাশ করে চলেছে,,
এ জীবন এক বিচিত্র ও বৈচিত্র্যময়, সাহিত্য রসের সমাদৃত, জীবন আলেখ্য পরিপূর্ণ।
মানুষের দুঃখ আনন্দ ব্যথা বেদনা কান্না হাঁসির
অবিমিশ্র ধ্বারা,সৃষ্টি হতে আজ অবধি কালে কালে যুগে যুগে বয়েই চলেছে,,
সাহিত্য মানুষের অনুপাম সৌন্দর্যের, জীবন চিত্র পটভূমিকা, আলোকপাত আলোচিত, সাহিত্য ঘটনাপ্রবাহের, ইতিবৃত্ত জনজীবনের প্রতিচ্ছবি
সাহিত্য, সৃষ্টি আবহমান কালে কালে যুগযুগান্তর বহমান প্রবাহ,, বিভিন্ন ভাষায় বিভিন্ন ধারায় প্রবাহিত তরঙ্গ ঢেউ, এটা এক সময় এক এক ভাবে আছড়ে পড়ে, মানবের জীবনে।
আরে সাহিত্য রসদ সম্পদ যে তার কলমে প্রকৃত রূপ দান করে চলেন তিনি সাহিত্যিক,,
সর্বাঙ্গসুন্দর মননে সাহিত্য রূপায়ণ সাহিত্যিকদের
হওয়া উচিত।
সাহিত্য একটি বিশাল সম্পদ, আমরা উহাকে জানো সত্য সংস্পর্শে, প্রজ্ঞা ও জ্ঞানের দ্বারা, অনুধাবন করে কলম চালায়, তাহলে সমাজ তথা দেশ
সর্বাঙ্গসুন্দর দিকে এগোবে।
সাহিত্যক হোক মানব জীবনের কল্যাণের অগ্রদূত।