সত্যকে আঁকড়ে থাকতে বিপুল সহস্র বাধা
প্রকৃত আনন্দ বাধা কাটিয়ে সফেদ মতি-সাদা
সত্যকে পেতে কষ্ট হয় অনেক দুঃখ রাশি রাশি
প্রকৃত সত্যকে পরশিলে সেই হাসে অকৃত্রিম হাসি
সৃষ্টির সত্য সে মানুষই বৈচিত্র্যময় মহা সৃষ্টি
বিচিত্র স্বভাবে মানুষ গঠন দাও দেখো সে দৃষ্টি। কুস্বভাব গুলি সঙ্গেই থাকে সেখানেও সৎ রয়
সত্যকে আঁকড়াতে সু সংস্পর্শ ভালোর পরিচয়
মন্দ গুলোকে বর্জন করিয়া ত্যাগে উদয় হয়
হিংসা অহংকার ভেঙে ই সুন্দর সত্য পেতে হয়
দেখনা তুমি যে মানুষ সত্য প্রভুর নিবন্ধন গাঁথা
উথলে উঠুক দয়ার মাঝেই ওই হৃদয়ের পাতা।