একটি শিশু যখন স্মিত হাঁসি দেয়
পৃথিবীর কোমলতা একটি পুষ্পের মত সুন্দর-!
সৌন্দর্যের বুননে -সমস্ত মাধূর্য্য যেন তার ওষ্ঠে,
সে জানে না,মানুষের মাঝে অপ্রীতিকর জাত পাত-
ভালোবাসার আঙ্গিনায় মানুষের কোলে ঝাপটে যায়
এ বিশ্ব ভুবনে শিশু নয় অপবিত্র বিভিন্ন স্বাদে গন্ধে প্রকৃতি সেজেছে সুন্দর
কিন্তু শিশুর মোহনীয় চাহনির একটি পলক আমাকে অভিভূত করে
তোমাকে করে না?
এসো নেমে ওই শিশুর মাঝে যেখানে সমাদৃত
হাজারো "ফুলের সৌরভ"!
আমরা মানুষ চীন-ভারত রোম আমেরিকা জাপান
যাই হোক-, শিশুসুলভ দিয়ে বিশ্বকে গড়ে তুলি
ভালোবাসার আঙ্গিকে-।
যেখানে শিশুর হাঁসি প্রাণ খুলে হাঁসবে।।