জীবন চলার পথে, সঙ্গী ও সঙ্গ-!
এ পৃথিবী যেন এক নাট্যমঞ্চ রঙ্গ!
প্রকৃত সঙ্গি বন্ধু, মহা সে পারাবার
তার কাছে হোতে কিছুই নেই হারাবার
কিন্তু এমন সঙ্গী হয়, জীবন চলার পথ
জীবন ভেঙ্গে দেয়, তোমার গঠন ভবিষ্যৎ,
প্রকৃত সঙ্গী যদি জীবনে একবার আসে
দেখো তবে তোমার মাঝে পূর্ণিমা চাঁদ হাঁসে