সাহিত্য মানব জীবনের চিত্র পট আঁকা,,
  সংস্কৃতি মেলে ধরেছে সেই পাখা,,,!!
মানুষের জীবন মানুষেরই কথা
কত আনন্দ দুঃখ যাতনা ব্যথা,,

এ ধরনীর  তীরে,, সব সৃষ্ট মানুষকে ঘিরে,,
     মানুষ মিশে আছে ওই সবাকারে,,,
ওই সাহিত্য-সংস্কৃতি মানুষের জীবন পারাবারে,

কত শিল্পীর তুলির টান,, কত সুর মম গান,,,
   কত জীবনের ইতিহাস,,,
কত ইতিবৃত্ত ফেলে আসা, ঐ পরমায়ু নিঃশ্বাস,!!

প্রকৃতির ডানা মিলেছে,, হৃদয়ের দুয়ার খুলেছে,
    কত ঝরনা কত বন উপবনে,,
   সাহিত্য-সংস্কৃতি মিশে গেছে সেথা,
     যেন প্রেমের সন্ধিক্ষণে,!!!

আশা আশ্বাস চাওয়া-পাওয়া এই ধরনীর মাটি,,
   সাহিত্য রসদ তাকে করেছে সোনার চাইতে খাটি

কত সুন্দর ফুলে ফলে ভরা,,,,
        জোড়ায় জোড়ায় সৃষ্টি প্রেমে পরস্পরা,,

  সারা নিখিল বিশ্বে, তাইতো দেখি প্রেমের শ্রীনিকেতন,,
সাহিত্য রস স্রোতে, সংস্কৃতি মেলেছে ডানা করেছে মনোনয়ন,,!

অবাক পৃথিবী সৃষ্টি তুমি, সাজিয়ে রেখে বিশ্ব ভূমি
  শত কল্লোলে ওই বিচিত্র মহিমায়,,!!
তাইতো সৃষ্টি হলো ধুলির ধরণী,,
  হে প্রভু শুধু তোমারই করুণায়,,!!

তাইতো কত কবিতা গল্প গান,,
    সাহিত্য ছন্দ রেখেছে সে মান,,
সুরে সুরে সেথা আজও বহমান,,
  প্রেমের মেলা সে অধিষ্ঠান,,!!
তাই রেখে যায় কবি তার আহ্বান,,
***