জীবন মানে এক পারাবার, দুঃখ নদী মাঝে
সহনশীলতাই ধরে রাখো তোমার জীবন কাজে
অল্পেতে বিচলিত হয় না যে জন, সেইতো মহাবীর
মহাবিপদ ও যে ধৈর্য রাখে, জীবনকে স্থির।
সৌন্দর্য যেথায় প্রস্ফুটিত, রূপের অলংকারে
যে সহনশীলতায় পারদর্শী, মনের পবিত্র দ্বারে।
ধৈর্য কষ্ট ছাড়া, সৌন্দর্য কোথায়, সে বড় বহুদূর
যে মেলাতে পারে, সেই সহিষ্ণুতাই পবিত্রতম সুর
সেইতো মানুষ যে দুঃখ কষ্টে, ফোটাতে পারে হাঁসি
অল্পে তুষ্টতা অর্জন করে, সৌন্দর্য বাজায় বাঁশি।
সেতো নয় হীন পৃথিবীতে, সৌন্দর্য বিকশিত,
ধৈর্য রেখে কর্মে চলে যার হৃদয় কুসুমিত।