স্নিগ্ধ আকাশ বইছে বাতাস
রূপসী ফাগুন.....!
মৌমাছি যত কর্মে অবিরত
ভ্রমরের গুনগুন.....!
স্নিগ্ধ পরশে মনের হরষে
কোকিলের কুহু রব.......!
এসেছে বসন্ত করেছে জীবন্ত
মেতেছে উৎসব......!
সুবাসিত ফুল করেছে ব্যাকুল
আম্রকানন গন্ধে......!
বসেছে মেলা প্রকৃতির খেলা
বইছে ঢেউ তরঙ্গে......!
জীবন ও যৌবন ভরেছে ভুবন
তোমার আমার সঙ্গে.......!
হৃদয়ের মাঝে ওই সুর বাজে
রঙিন প্রজাপতি.......!
প্রেমের আবেশে তাই ভালোবেসে
তুমি যে রূপবতী.......!
জীবনানন্দে নিত্য ছন্দে
চমকৃত মম সুর........!
প্রকৃতির প্রেমে এসেছে নেমে
নয় সে বহুদূর........!
চিরজীবন্ত তুমি বসন্ত
এস মানুষের মাঝে.......!
হৃদয়ের টানে প্রতি গানে গানে
যেন সে সুর আজ বাজে.......!