জীবনটা রকমারি নতুনের পাতা--.
নিত্যনতুন খুলে চলে জীবনের পাতা।
বিচিত্র রঙ-ঢঙ এ বর্ণালীর আলো-!
বেছে নিতে হয়, তাহাতেই যা ভালো,
রকমারি পৃথিবী, বৈচিত্র্যময় স্বাদে,
জীবনটা পড়ে যাই কখনো বা ফাঁদে।
এই ভাবে চলে জীবন অবারিত ধ্বারা,
হৃদয়ের গগনেতে যার জ্বলে সন্ধ্যাতারা।
অফুরন্ত আশা ভরা, জীবন রকমারি তাই
সবাই পারেনা ফুল ফোটাতে জীবন বাগিচায়