প্রজাপতির মতো রঙিন ডানা মেলে
মন চাই উড়তে, সুন্দর ফুলে ফুলে।
মুক্ত হৃদয় মাঝে সে দিগন্তে পথ বহুদূর
মন চায় তাহাতে মেলাতে গানের সে সুর
রুপের ভুবন মাঝে, মিলেছি রঙিন ডানা
প্রকৃত যদি মানুষ আমি হতে পারি ষোল আনা
আমারও মাঝে থাকে, ভরা আছে সে স্বপ্ন আঁখি
সূক্ষ্ম চেতনা মাঝে, কখনো নীল দিগন্তের পাখি
কোন পথ নয় দুর্গম, যদি রঙিন ডানা পায়
রঙিন প্রজাপতির মতো ফুলে ফুলে বাগিচায়।
সেই সোহাগ পরশ আঁকা, নিত্যনন্দ মাঝে-!
প্রকৃত মানুষ হইলে সেই সুর তার বাজে।।