দেশের তরে নেমে এসেছে এক ভয়াবহ রাজনীতি
পৈশাচিক হাতগুলো ঘুষ খায় মুখে সাম্যের গীতি।
শিক্ষা-দীক্ষায় কলঙ্ক লেপন, শুধু ভাষার ফুলঝুরি
গদি টিকার প্রয়াসে, আজ মনুষ্যত্ব হয়েছে চুরি।
দুনির্বার উন্মুক্ত খুন জখম, নারীর নির্যাতন
ভদ্রতা আর লজ্জাশীলতাই খেয়েছে দুই নয়ন।
নীতির নামে মিছামিছি খেলা, টেকাতে হবে গদি,
তাতেও যদি কিছু প্রাণ যায়, যাক না যাক যদি।
পুলিশ নামের কলঙ্ক ও শুধুই, কি হারে বেড়েছে ঘুষ
প্রতিভাকেও থাকতে হয় এ যুগে আজ বেহুঁশ __!!
অশুদ্ধ আর কৃত্রিমতায়, শুধুই ভোট ভোট খেলা
প্রকৃত সমাজ কি গড়বে আর এতেই কাটল বেলা।
এভাবেই যদি চলতে থাকে, পশুত্বের পর্যায়--!
মনুষ্যত্ব পড়বে একেবারে মরুভূমির মরীচিকায়।
ছাত্র যুবক যুবতী আবাল-বৃদ্ধ-বনিতা মানুষ যত
রাজনীতির মধ্যে ডুব দিয়ে থাকতে হয় অবিরত।
সুস্থ সমাজ সুন্দর মনের কোথায় সেই চাবিকাঠি
যে পথেতে ধ্বংস সমাজ মোরা সেই পথেতেই হাঁটি
আর নয় ওরে চোখ খোলো , সুন্দরের আহ্বান
জাগোহে মানুষ সুন্দরের তরে পবিত্র প্রতিদান।