প্রতিটি শিশুই পুষ্প কমল, স্বপ্না সমাহার
প্রতিটি শিশুই খোশবু জাগানো রঙের বাহার।
প্রতিটি শিশুই পৃথিবীতে, ফোটা ফুটন্ত ফুল
প্রতিটি শিশুই পবিত্র নদীর একুল ওকুল।

প্রতিটি শিশুই সৌন্দর্য, পরিবেশ পেলে বিকশিত
প্রতিটি শিশুর হাসি ই চমকে চমকে চমৎকৃত।
প্রতিটি শিশুই জন্মে পবিত্র সুন্দর কাবা বৃন্দাবন
প্রতিটি শিশুই সবুজ শ্যামলে, নন্দন কানন।