প্রবঞ্চনার ফাঁদ এ পৃথিবী
পদক্ষেপ ভুল হলে আটকে পড়বে
তোমার মূল্যবান জীবনটা উপভোগ করো।
উন্মাদনা দিয়ে নয় ভক্তির প্রকাষ্টৈ,,,
সীমাহীন হাতছানি তোমাকে প্রলুব্ধ করে,,,,
পৃথিবীর রঙ রস ও ঐশ্বর্য,!!!!!
। কিন্তু তুমিতো পথিক।
পাথেয় মজবুত করো।
ক্ষণিকালয় এ পৃথিবীর তরে,,।
সত্তের দর্পণে নিজেকে দেখো,
তুমি এক মহা মূল্যবান মানুষ।
প্রগতির হেচকা টানে মিথ্যা তে আপস?
না না পরম জীবন তোমার জন্য অপেক্ষমান
ধৈর্যের সিঁড়ি বেয়ে উপরে ওঠো,,,
বিমলীন পরশ রেখায় ওই নীল দিগন্তে
যেখানে মিশে গেছে তার মাঝে তুমি,,,।