প্রেম নিবন্ধেই সৃষ্টি জগত, পবিত্র অঙ্গীকারে
যা কিছু সৃষ্টি জগত সমারোহ এ বিশ্বসংসারে
প্রেমিক মন ছাড়া ধর্ম নাই, মনুষ্যত্ব ফোটে না ফুল
মন প্রফুল্ল ছাড়া সৃষ্টি জগতে তোমার চলা হল ভুল
প্রেম পুত ও পবিত্র, এতে নকলের নাহি ঠাঁই-!
নেমে এসে দেখো সৌন্দর্য তার পবিত্র মোহনায়
প্রেম ঐশ্বর্য মহা দিগন্তে, সৃষ্টি আদি অনাদিতে,
জ্ঞানের বিকাশ প্রেমে স্বরূপেই সৌন্দর্য হয় নিতে
মহাপ্রভু প্রেমের মাঝেই, রেখেছেন মহিমা লীলা
সত্য নিত্য প্রদীপ্ত যাহা,তাইতো সৃষ্টি বসেছে মেলা
প্রেম নিবন্ধেই সুন্দর যা কিছু,এ বিশ্ব চরাচরে-!
চলো ভরে নি সেই পবিত্র প্রেম তুমি আমি অন্তরে।